
আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আপাতত ২২ জুলাই পর্যন্ত ফ্লাইট চালাতে দেশি এয়ারলাইনসগুলোকে অনুমতি দিয়েছে বেবিচক। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি এখনও জারি না করলেও এয়ারলাইনসগুলোর ৮ দিনের ফ্লাইট শিডিউল অনুমোদন করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।
বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার এক বিজ্ঞপ্তিতে ৮ দিনের ফ্লাইট ঘোষণা করেছে। এয়ারলাইনসটি বলছে, স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর, যশোরে ছয়টি করে বরিশালে চারটি, সিলেটে তিনটি, রাজশাহীতে তিনটি এবং কক্সবাজারে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।
স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসও।
মঙ্গলবার (১৩ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, কক্সবাজারে দুটি, সৈয়দপুরে সাতটি, যশোরে ছয়টি, সিলেট-বরিশাল ও রাজশাহীতে চারটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অভ্যন্তরীণ রুটের টিকিট রিজারভেশনের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪ দিন আবার কঠোর বিধিনিষেধ থাকবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।