
সরকার ঘোষিত বিধিনিষেধ শিথিল করার কারণে আগামী ১৫, ১৮ এবং ১৯ জুলাই জেলা ও উপজেলা পর্যায়ের সকল অফিস স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদফতর।
বৃহস্পতিবার (১৪ জুলাই) নিবন্ধন অধিদফতর থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, এ কর্মদিবসগুলোতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত ৩০ জুন আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।