Logo
×

Follow Us

বাংলাদেশ

জেলা-উপজেলায় অফিস পরিচালনার নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ২৩:০১

জেলা-উপজেলায় অফিস পরিচালনার নির্দেশ

সরকার ঘোষিত বিধিনিষেধ শিথিল করার কারণে আগামী ১৫, ১৮ এবং ১৯ জুলাই জেলা ও উপজেলা পর্যায়ের সকল অফিস স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদফতর।

বৃহস্পতিবার (১৪ জুলাই) নিবন্ধন অধিদফতর থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, এ কর্মদিবসগুলোতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য নির্দেশ দেয়া হলো।

উল্লেখ্য, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত ৩০ জুন আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫