প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পেলেন মো. শাহেনুর মিয়া।
প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পেলেন মো. শাহেনুর মিয়া। বৃহস্পতিবার (১৫ জুলাই) তাকে এ দায়িত্ব দেওয়া হয়। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিদায়ী প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারের চুক্তির মেয়াদ বুধবার (১৪ জুলাই) শেষ হয়েছে। ফলে শাহেনুর মিয়া তার স্থলাভিষিক্ত হলেন।
তথ্য অধিদফতর সূত্রে জানা গেছে, তথ্য ক্যাডারের কর্মকর্তা শাহেনুর মিয়াকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে আর্থিক ক্ষমতাও দেওয়া হয়েছে। এর আগে তিনি অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা (প্রশাসন ও প্রেস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি ত্রয়োদশ বিসিএস এর একজন কর্মকর্তা। ১৯৯৪ সালে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারে যোগ দেন। চাকরি জীবনে গণযোগাযোগ অধিদপ্তর এর মাঠ পর্যায়ে ও সদর দপ্তর, চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তথ্য অধিদফতরে ২০০৩ সাল থেকে ১৮ বছর যাবত সংবাদ কক্ষ, প্রটোকল, সমন্বয় শাখায় দায়িত্বসহ সিনিয়র ডিপিআই এবং অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছেন। শাহেনুর মিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।