Logo
×

Follow Us

বাংলাদেশ

সড়ক আইন বাস্তবায়ন

ধৈর্য ধরতে বললেন ইলিয়াস কাঞ্চন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ২০:৩৮

ধৈর্য ধরতে বললেন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ফাইল ছবি

সড়ক আইন বাস্তবায়নে জনসাধারণকে ধৈর্য ধরতে বললেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। 

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নিসচার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

ইলিয়াস কাঞ্চন বলেন, একটি বাস্তবসম্মত সড়ক আইনের জন্য দেশের মানুষ অনেক দিন ধরে আন্দোলন করছেন। নতুন সড়ক আইনকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। কিন্তু পরিবহন সেক্টরের কিছু মানুষের নৈরাজ্যের কারণে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। 

তবে এই ভোগান্তি সাময়িক উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সবাইকে সাময়িক এই ভোগন্তিতে ধৈর্য ধারণ করতে হবে। এই সময়ে কোনভাবেই ধৈর্য হারা হলে চলবে না। 

এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। শহীদ মিনারে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধণ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫