Logo
×

Follow Us

বাংলাদেশ

নৌপুলিশের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ২২:৫৯

নৌপুলিশের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার

প্রধান আসামি আকবর বাদশাহ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো বাশপট্টি এলাকায় অভিযান চালিয়ে ডেমরা নৌ পুলিশের ওপর হামলার ঘটনার প্রধান আসামি আকবর বাদশাহকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রবিবার (২৫ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১-এর উপপরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার আকবর বাদশাহ রূপগঞ্জের তারাপট্টি এলাকার আবদুল বারেকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ডেমরা নৌ পুলিশ শীতলক্ষ্যা নদীতে টহল দেয়ার সময় আকবরসহ কতিপয় অজ্ঞাত দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে নৌ পুলিশের টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। পরে ডেমরা নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ডেমরা নৌ পুলিশ সরকারি কাজে বাধা দিয়ে খুন করার উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করা এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অপরাধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে। গ্রেফতার আকবর বাদশাহ ওই মামলার এজাহারভুক্ত প্রধান ও এক নম্বর আসামি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫