Logo
×

Follow Us

বাংলাদেশ

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১৭:৪০

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৯৪ জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছর দেশে একদিনে সর্বোচ্চ। এর আগে বুধবার (২৮ জুলাই) ১৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অধিদফতর বলছে, এই বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে এই জুলাই মাসেই। এখন পর্যন্ত ১ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন শুধু জুলাই মাসেই। তাদের ৯৯ শতাংশই ঢাকায়। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৮১ জনই ঢাকার আর ঢাকার বাইরে ১৩ জন। এটি এই বছরের এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৬৪২ জন রোগী ভর্তি আছে । এর মধ্যে ঢাকাতেই আছে  ৬১৮ জন আর বাকি ২৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ২ হাজার ২৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৬৪৬ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫