Logo
×

Follow Us

বাংলাদেশ

শনিবার থেকে ৩০টি বুথে টিকা দেবে বিসিসি

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১০:০০

শনিবার থেকে ৩০টি বুথে টিকা দেবে বিসিসি

বরিশাল সিটি কর্পোরেশন

করোনাভাইরাস রোধকল্পে ভ্যাকসিন প্রদান কার্যক্রম আরো দ্রুত এগিয়ে নিতে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে পৃথকভাবে ৩০টি টিকা প্রদানের বুথ চালু করা হচ্ছে। 

বরিশাল সিটি মেয়র এর নির্দেশনায় শনিবার (৩১ জুলাই) থেকে ওই ৩০টি বুথে নগরবাসীর ভ্যাকসিন নিশ্চিত করা হবে। এর আগে ৩০টি ওয়ার্ডের জন্য ৬টি কেন্দ্রের মাধ্যমে নগরবাসীর টিকা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এসএমএস-এ উল্লেখিত তারিখে নতুন চালু হওয়া ৩০টি বুথের মধ্যে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সিটি কর্পোরেশনের টিকাদান কেন্দ্রসহ বুথগুলো হলো- কাউনিয়া বাঁশের হাট নগর মাতৃসদন, আমানতগঞ্জ হলিং বেবী রেড ক্রিসেন্ট হাসপাতাল, কাউনিয়া ব্রাঞ্চ রোডের সৈয়দ আনোয়ারা প্রবীন হাসপাতাল, সোহেল চত্বরে সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন, বিসিসি’র নগর ভবন, বান্দ রোডস্থ ডায়াবেটিক হাসপাতাল, রাহাত আনোয়ার হাসপাতাল, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, আলেকান্দা জুমিরখান সড়কে নগর স্বাস্থ্যকেন্দ্র, বরিশাল পুলিশ হাসপাতাল, বটতলা এফপি এবি, ব্রান্ড কম্পাউন্ড রোডের রয়েল ক্লিনিক, মেজর এম.এ জলিল সড়কের সূর্যের হাসি ক্লিনিক, কালিবাড়ি রোড মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কলেজ রোড আরিফ মেমোরিয়াল হাসপাতাল, অক্সফোর্ড মিশন রোডে সেইন্ট এন্স টিকা কেন্দ্র, জাগুয়া সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, বারুজ্জার হাট নগর স্বাস্থ্য কেন্দ্র, কাশীপুরে বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতাল, এবং কাশীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

ভ্যাকসিন কার্যক্রম প্রসঙ্গে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের সুরক্ষার কথা চিন্তা করে টিকা প্রদান কর্মসূচি অব্যাহত রেখেছেন। এখন আমাদের উচিত তাঁর নির্দেশনা মেনে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা।

তিনি বলেন, মানুষকে করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে মানুষের টিকা গ্রহণ আরো সহজ এবং দ্রুত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা টিকাদান কেন্দ্র এবং বুথ এর সংখ্যা বাড়িয়েছে। টিকা গ্রহণ করে সকলকে করোনাভাইরাস থেকে সুরক্ষার যুদ্ধে সহায়ক হওয়ার আহ্বান জানান মেয়র।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫