ব্রাহ্মণবাড়িয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ১৫:২২

ভিমরুল
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামর ভিমরুলের কামড়ে জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। জান্নাত ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকার হানিফ মিয়ার মেয়ে।
এ ঘটনায় আহত জান্নাতের বড় ভাই মাইনুল (৭) ও চাচাতো বোন তাবাসসুমের (৫) অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মৃত জান্নাতের পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জান্নাত, মাইনুল ও তাবাসসুম বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির উত্তর পাশে ঝোপের কাছে গেলে তাদেরকে ভিমরুল কামড় দেয়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টায় হাসপাতালের শিশু ওয়ার্ডে জান্নাতের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জানান, ওই তিন শিশুর শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় ভিমরুল। চিকিৎসার জন্য জরুরি বিভাগে আনার পর তাদেরকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় রাতে। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।