Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রিটিশ আমলের সেতুটি এখন যেন মৃত্যুফাঁদ

Icon

প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯

ব্রিটিশ আমলের সেতুটি এখন যেন মৃত্যুফাঁদ

ছবি: সাম্প্রতিক দেশকাল

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার গড়ের মাঠ সেতুটি এখন যেন মৃত্যুফাঁদ। যেকোনো সময় ভেঙে পড়তে পারে এটি। 

আর এটি ভেঙে পড়লে শহরের সঙ্গে খোকসা মাছপাড়া পাংশা ও রাজবাড়ীর উত্তর এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

কুমারখালী-পাংশা সড়কের কালীতলা এলাকায় অবস্থিত শহরতলীর মহেন্দ্রপুর অভিমুখী প্রধান সড়কের লোহার তৈরি গড়ের মাঠ সেতুটি ব্রিটিশ আমলে নির্মিত। সেতুতে প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনা ঘটে চলেছে। ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর দুইমাথায় ফাটল ধরেছে। যানবাহন চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। তবুও অনেকটা ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে।


স্থানীয় কেএমআর শাহীন জানান, দীর্ঘদিনের তৈরি এ সেতুটি বর্তমানে ভগ্নদশায় পড়ে আছে। অনেক দিন ধরেই শুনছি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হবে। কিন্তু এমন আশ্বাসের তিন বছরেও কাজ বাস্তবায়ন হয়নি। 

নসিমন চালক আবদুল খালেক জানান, এর আগেও এখানে আমি দুইবার দুর্ঘটনায় পড়েছিলাম। তবুও জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে। তিনি দ্রুত এই সেতুর সংস্কার চান।

এলজিইডির কুমারখালী উপজেলা প্রকৌশলী মাহাবুব আলম জানান, ৮০ ফুট লম্বা ও ১৮ ফুট চওড়া ব্রিজটির নির্মাণ ব্যয় বরাদ্দ আছে ২ কোটি ৩ লাখ টাকা। এপর্যন্ত তিনবার টেন্ডার আহ্বান করা হয়েছে, কিন্তু কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করেনি। আশা করছি খুব শিগগিরই আবারো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেতুর কাজ সম্পন্ন হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫