Logo
×

Follow Us

বাংলাদেশ

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১৭:২৪

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান

অস্ত্র তৈরির কারিগর গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে দ্বীপের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মাহামুদুল করিম প্রকাশ মাদুইয়্যা (৩৫) নামের এক অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। 

সে হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে। পুলিশ তার কাছ থেকে ৫টি দেশীয় তৈরি অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। 

বুধবার (১১ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাহামুদুল করিম প্রকাশ মাদুইয়্যা তার নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে অস্ত্র তৈরি করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫টি দেশীয় তৈরি অস্ত্রসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গ্রেফতারকৃত অস্ত্র তৈরির কারিগরের বিরুদ্ধে পূর্ব থেকেই অস্ত্র তৈরির গোপন সংবাদ ছিলো। এ বিষয়ে দীর্ঘদিন নজরদারির পর তার নিজ বাড়িতে অস্ত্র তৈরির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে পাঁচটি অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫