Logo
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১৮:৩৯

জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর

জাতীয় সংসদ ভবন

চলমান একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

সোমবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। 

ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

এত বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ১৭ ভাদ্র মোতাবেক ২০২১ খ্রিস্টাব্দের আগামী ১ সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ (২০২১ খিস্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। 

তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫