Logo
×

Follow Us

বাংলাদেশ

পাবজি-ফ্রি ফায়ার বন্ধের বিষয়ে বিটিআরসি যা বলল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১৫:৪৯

পাবজি-ফ্রি ফায়ার বন্ধের বিষয়ে বিটিআরসি যা বলল

পাবজি-ফ্রি ফায়ার বন্ধের বিষয়ে বিটিআরসি যা বলল

পাবজি, ফ্রি-ফায়ারসহ সব ক্ষতিকর গেম বন্ধে হাইকোর্টের রায়ের আদেশের কপি এখনো পায়নি বলে জানিয়েছে বিটিআরসি। 

মঙ্গলবার (১৭ আগস্ট) বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গণমাধ্যমকে জানান, আমরা আইনজীবীর মাধ্যমে যোগাযোগ রাখছি। আদেশের কপি পেলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কতোদিনের মধ্যে এসব গেম বন্ধ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধের প্রক্রিয়াটি সম্পূর্ণ টেকনিক্যাল। সেক্ষেত্রে সঠিকভাবে বলা সম্ভব নয়, কতোদিন সময় লাগবে। তবে, যতো দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। 

এর আগে, সোমবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা'র হাইকোর্ট বেঞ্চ পাবজি, ফ্রি-ফায়ারসহ যাবতীয় ক্ষতিকর গেম বন্ধের আদেশ দেন। 

একইসংগে টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো অন্য অ্যাপস কেন বন্ধ করা হবে না, তা ১০ দিনের মধ্যে জানাতে রুল দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ২৪ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন 'ল অ্যান্ড লাইফ' ফাউন্ডেশনের পক্ষে গেম এবং অ্যাপগুলোর ক্ষতিকারক দিক উল্লেখ করে জনস্বার্থে রিট করেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী- ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫