২ হাজার কোটি টাকা পাচার: ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১৬:২০

গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে ২ হাজার কোটি টাকা পাচার মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ২ টায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট থেকে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুরের ডিবি পুলিশ তাকে আটক করে।
ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, ফাইনের বিরুদ্ধে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি শওকত আলী জাহিদের উপর হামলা, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ক্যাপ্টেন বাবুল ও অলোক সেনের উপর হামলাসহ বহু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।
দুপুর ১২টায় ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার, উপ-পরিদর্শক শাহীনুর রহমান প্রমুখ।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা বলেন, ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।