Logo
×

Follow Us

বাংলাদেশ

জুমে অংশ নিলে মিলবে অর্ধেক ভাতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ২৩:৩৩

জুমে অংশ নিলে মিলবে অর্ধেক ভাতা

অনলাইনে (জুম প্লাটফরমে) যে সব সরকারি চাকরিজীবী সভা, সেমিনার কিংবা কর্মশালায় অংশ নেন, তাদের সম্মানী ভাতা অর্ধেক করা হয়েছে। করোনা মহামারির মধ্যে সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) অর্থমন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে।

অর্থমন্ত্রণালয় বলেছে, সেমিনার বা ওয়ার্কশপে যারা সহায়তা করবেন (সহায়ক কর্মচারী) তারা কোনো সম্মানী ভাতা পাবেন না। প্রবন্ধ উপস্থাপক এবং সঞ্চালকও সম্মানী ভাতা পাবেন না।

এ ছাড়া সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারীরাও অর্ধেক ভাতা পাবেন।

অর্থমন্ত্রণালয় বলেছে, এ খাতে কৃচ্ছ্রসাধনের ফলে চলতি অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে।

এর আগে সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ খাতে ব্যয় হ্রাস, নতুন করে গাড়ি ক্রয় না করা ও বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করার পদক্ষেপ নিয়েছিল অর্থবিভাগ।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫