Logo
×

Follow Us

বাংলাদেশ

একই স্থানে আ.লীগ ও ছাত্রলীগের সভা, ফটিকছড়িতে ১৪৪ ধারা

Icon

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১১:৪১

একই স্থানে আ.লীগ ও ছাত্রলীগের সভা, ফটিকছড়িতে ১৪৪ ধারা

একই স্থানে আ.লীগ ও ছাত্রলীগের সভা, ফটিকছড়িতে ১৪৪ ধারা

একই দিনে, একই স্থানে, একই সময়ে আওয়ামী লীগের একটি গ্রুপ ও ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের একটি গ্রুপের সভাকে কেন্দ্র করে ফটিকছড়ি কলেজ ও বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

শুক্রবার (২৭ আগস্ট) ফটিকছড়ি কলেজ অডিটরিয়ামে একই ভেন্যুতে একই সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুইটি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাস স্ট্যান্ডের আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। 

এ সময়টাতে সব ধরনের সভা, মিছিল-মিটিং, সমাবেশ ও দু'জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭শে আগস্ট সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আইন বলবৎ থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫