দিনাজপুরে নিখোঁজ যুবককে উদ্ধার করতে এসে ডুবুরির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৫:৪৯

দিনাজপুরে নিখোঁজ যুবককে উদ্ধার করতে এসে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। ছবি : দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করতে এসে নদীতে ডুবে আব্দুল মতিন (৪২) নামে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। তিনি রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি ছিলেন।
আজ শনিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে।
দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাটীর নিয়ে আসা হয়। পথে গতকাল শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে কাহারোল উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে বিগ্রহকে আর্শীবাদ করতে নেমে সুজন দেব শর্মা বুধু নামে এক ব্যক্তি নদীর পানিতে তলিয়ে যায়।
সুজন কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে।
এরপর আজ সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে উদ্ধার কাজ শুরু করে। এসময় নদীতে ডুব দিলে নদীতে ডুবুরির কোমরে বাঁধার রশি কোনো কিছুর সাথে আটকে যায়। এতে করে ডুবুরি আব্দুল মতিন দীর্ঘ সময় পানির নিচে আটকে ছিলেন। পরে অন্য ডুবুরিরা টের পেয়ে নদীতে নেমে তাকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মর্তুজা রহমান পরীক্ষা নিরীক্ষা করে ডুবুরি আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন।
ডা. মর্তুজা জানান, হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ির ঠিকানা এখনো পাওয়া যায়নি।