
কাগজপত্রের ত্রুটি নিয়ে জার্মানির ব্রেমেন বন্দরে আটক বাংলাদেশি পতাকাবাহী ‘এমটি বাংলার অগ্রদূত’ জাহাজটি ছাড়া পেয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাতে এটি ছাড়া পায়।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ।
তিনি বলেন, জাহাজের নির্মাণজনিত কোনো ত্রুটি ছিল না। কিছু কাগজপত্র হালনাগাদ ছিল না। তাই একটু সমস্যা হয়েছিল। পরে তা সমাধান করা হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে জাহাজটি ব্রেমেন বন্দর ত্যাগ করেছে।
এর আগে গত ২৩ আগস্ট জাহাজটিকে ব্রেমেন বন্দরে আটক করে জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল (পিএসসি)।
বিএসসি সূত্রে জানা গেছে, তেল পরিবহনকারী জাহাজ এমটি বাংলার অগ্রদূত ২০১৮ সালে নির্মাণ করে চীন। ২০১৯ সালে জাহাজটি বাংলাদেশে নিবন্ধিত হয়। এটি প্রায় ৩৯ হাজার মেট্রিক টন তেল পরিবহনে সক্ষম। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসসির অধীনে জাহাজটি পরিচালিত হয়। বর্তমানে এটি সিঙ্গাপুরের একটি কোম্পানির নিকট ভাড়া দেয়া হয়েছে।
এদিকে জাহাজ আটকের পর বাংলাদেশের জাহাজ নিবন্ধনকারী কর্তৃপক্ষ মার্কেন্টাইল মেরিন অফিসের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে বিদেশগামী জাহাজগুলোকে নিয়ম মেনে চলতে বলা হয়েছে।