৩০ হাজারেরও বেশি শ্রমিক নিজ নিজ পাটকলের সামনে থেকে এ অনশন কর্মসূচির শপথ নেন। ছবি: সংগৃহীত
নিয়মিত মজুরি পরিশোধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা আগামী মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন।
রবিবার (৮ ডিসেম্বর) ৩০ হাজারেরও বেশি শ্রমিক নিজ নিজ পাটকলের সামনে থেকে এ অনশন কর্মসূচির শপথ নেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ও নন-সিবিএ সংগ্রাম পরিষদের ডাকা ছয় দিনের কর্মসূচির পঞ্চম দিনে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ পাটকলের উৎপাদন বন্ধ রেখে মিলগেটে অবস্থান কর্মসূচিও পালন করেছেন শ্রমিকরা।
সরকারি মালিকানাধীন পাটকলগুলো হলো- খুলনার ক্রিসেন্ট পাটকল, প্লাটিনাম পাটকল, খালিশপুর পাটকল, দৌলতপুর পাটকল, স্টার পাটকল, ইস্টার্ন পাটকল, আলিম পাটকল এবং যশোরে জেজেআই ও কারপেটিং পাটকল।
সিবিএ ও নন-সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, মঙ্গলবার থেকে তারা আমরণ অনশনে যাবেন কারণ তাদের জন্য আর কোনো বিকল্প পথ নেই। এখন, আমরা বেতন ও মজুরি ছাড়া পরিবার চালাতে পারছি না।’
তাদের ১১ দফার মধ্যে রয়েছে- পাটখাতে প্রয়োজনী অর্থ বরাদ্দ, মজুরি কমিশন বাস্তবায়ন, নিয়মিত মজুরি পরিশোধ প্রভৃতি।
এর আগে ১১ দফা দাবি আদায়ে গত ৩ ডিসেম্বর ২৪ ঘণ্টা ধর্মঘট পালন করেন শ্রমিকরা। পরে ৬ ডিসেম্বর কর্তৃপক্ষ তাদের ১২ সপ্তাহের বেতন পরিশোধ করে।
