Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝালকাঠিতে ৬০ মণ জাটকাসহ ঢাকাগামী বাস আটক

Icon

প্রতিনিধি, ঝালকাঠি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৩৪

ঝালকাঠিতে ৬০ মণ জাটকাসহ ঢাকাগামী বাস আটক

ছবি: সাম্প্রতিক দেশকাল

ঝালকাঠির রাজাপুরে ৩৩টি কার্টনে প্রায় ৬০ মণ জাটকা ইলিশসহ ঢাকাগামী বরিশাল এক্সপ্রেসের একটি বাস আটক করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় চালককে পাঁচ হাজার টাকা জরিমানা ও হেলপারকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। 

বরিশাল-আমুয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের বাগড়ি বাজার এলাকার ভ্রাম্যমাণ আদালত গতকাল রবিবার রাতে এ অভিযান চালায়। 

পুলিশ জানায়, আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের বাসটির বক্সে জাটকা ইলিশ ঢাকায় নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সোহাগ হাওলাদার অভিযান চালিয়ে ওই বাস থেকে ৩৩টি কার্টনে প্রায় ৬০ মণ জাটকা উদ্ধার করা হয়। এসময় বাসসহ চালক সৈয়দ আলী ও হেলপার আল আমিনকে আটক করা হয়। তবে গাড়ির কন্ট্রাক্টর ও জাটকা ইলিশের মালিক পালিয়ে যায়। 

রাজাপুরের ইউএনও মোহাম্মদ সোহাগ হাওলাদার জানান, অভিযান চালিয়ে আটক করে বাসচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করে গাড়ি ছেড়ে দেয়া হয় এবং হেলপারকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। 

পরে জব্দকৃত ইলিশ রাতেই ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসার এতিমখানাসহ রাজাপুরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫