Logo
×

Follow Us

বাংলাদেশ

টাঙ্গাইলে ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৮

টাঙ্গাইলে ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে একই পরিবারের চাচাত দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) উপজেলার কালিয়া ইউনিয়নের বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়রারম্যান এসএম কামরুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো– উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে জুবায়ের (৮) এবং জসিম উদ্দিনের ছেলে নূর নবী (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোঁপের কাছে খেলছিল। এ সময় ভিমরুল উড়ে এসে তাদের কামড় দেয়। পরে পরিবারের লোকজন জুবায়ের ও নূর নবীকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর শুক্রবার ভোর রাতে জুবায়েরের মৃত্যু হয়। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকেলে নূর নবীর মৃত্যু হয়।

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, জুমার নামাজের পর আমি একজনের জানাজায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫