Logo
×

Follow Us

বাংলাদেশ

২৯ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯

২৯ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না

প্রতীকী ছবি

১৯৯২ সালে রংপুরে চাঞ্চল্যকর ইব্রাহিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। সাজা থেকে বাঁচতে দণ্ডপ্রাপ্ত এ আসামি দীর্ঘ ২৯ বছর ধরে পলাতক ছিলেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯৯২ সালে রংপুরে ইব্রাহিম হত্যাকাণ্ড ঘটে। এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ ২৯ বছর ধরে পলাতক ছিলেন। তাকে রাজধানীর মিরপুরের পাইকপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫