সাতক্ষীরা পুলিশের অভিযানে এক মাসে ৩৭টি মোবাইল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৮

উদ্ধার করা মোবাইলগুলো ফিরিয়ে দেয়া হয়। ছবি : সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন সময় হারিয়ে ও চুরি হয়ে যাওয়া ৩৭ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এরপর মোবাইলগুলো যাদের কাছ থেকে হারিয়েছিল বা চুরি হয়েছিল তাদের ফিরিয়ে দেয়া হয়।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যলয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে সবার হাতে মোবাইল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপর হেড কোয়ার্টার ইকবাল হোসেন প্রমুখ।
পুলিশ সুপার বলেন, আগস্ট মাসে আমরা ৩৭ টি মোবাইল উদ্ধার করেছি। পুলিশ অনেক কষ্ট করে বিভিন্ন জেলা থেকে অত্যন্ত দক্ষতার সাথে প্রযুক্তি ব্যাবহার করে মোবাইলগুলো উদ্ধার করেছে।
এ সময় তিনি মোবাইল মালিকদের কাছ থেকে শুনতে চান মোবাইল উদ্ধারে তারা কাউকে টাকা পয়সা দিয়েছেন কিনা। তখন সবাই বলেন, না আমাদের কোনো টাকা খরচ হয়নি। উপস্থিত সবাই পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।