Logo
×

Follow Us

বাংলাদেশ

আবারো বাঘাইছড়িতে পাহাড়ধস, ৬ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৬

আবারো বাঘাইছড়িতে পাহাড়ধস, ৬ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল

সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে সওজ

ভারী বর্ষণের ফলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আবারো বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুইটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ফলে সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলা সদরের সড়ক যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। 

সড়ক ও জনপথ বিভাগের চেষ্টায় দুপুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মারিশ্যা নামক এই সড়কটির পাঁচ কিলোমিটার পথ ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিভিন্নসময়ে পাহাড়ধসের ঘটনা ঘটছে। গত রবিবার দিবাগত রাতেও টানা বর্ষণের কারণে এ সড়কের দুইটিলা ও এগারোকিলো এলাকায় দুইটি স্থানে পাহাড়ধসে সড়কের ওপর মাটি পড়ে থাকে। এতে করে সকাল থেকেই এ সড়কে যান চলাচল বন্ধ ছিল। এর আগে গত শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে একই সড়কের অজলচুগ বনবিহার, এগারোকিলো ও চারকিলো এলাকার চারটি স্থানে পাহাড়ধসে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।

সওজ খাগড়াছড়ির উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, গতরাতে ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইহাট-মারিশ্যা সড়কের দুইটি স্থানে সড়কের ওপর পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা সোমবার দুপুর ১২টার মধ্যে রাস্তার ওপরের মাটি সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

প্রকৌশলী সবুজ চাকমা জানান, এই সড়কটি বৃষ্টিপাতের সময়ে চলাফেরার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই বৃষ্টিপাত ও পরবর্তী সময়ে চলাচলে সর্তকতা অবলম্বনের আহ্বান জানান।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫