
প্রতীকী ছবি
ভোলার লালমোহনে পানিতে ডুবে সাইদ (৫) ও মীম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাটিকা দুলা বাড়িতে এই ঘটনা ঘটে।
শিশু সাইদ একই এলাকার মো. শাহিনের ছেলে ও মীম পার্শ্ববর্তী ৫ নং ওয়ার্ডের মো. জাকিরের মেয়ে।
এলাকাবাসী ও স্বজনরা জানায় , সাইদ ও মীম খেলতে গিয়ে সকলের অজান্তে চাটিকা দুলা বাড়ির সামনের পুকুর পরে যায়। অনেক খোঁজাখোঁজির পর দুপুরের দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজান মিয়া ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন।
এছাড়া ভোলার মনপুরায় খালের পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মনপুরা থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে, ময়না তদন্তের জন্য ওই শিশুর লাশ ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়।