নতুন ৩১৯ ডেঙ্গুরোগী হাসপাতালে, এখন পর্যন্ত মৃত্যু ৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৮
নতুন ৩১৯ ডেঙ্গুরোগী হাসপাতালে, এখন পর্যন্ত মৃত্যু ৫৪
সারা দেশে নতুন করে আরো ৩১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই ২৪৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে দেশের অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৭৫ জন।
গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত করা জরিপের ভিত্তিতে এ তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১২৬০ জন রোগী ভর্তি আছেন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮১ জন। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১০৭৯ জন ভর্তি আছেন।
গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সর্বমোট ১৩ হাজার ৮৭৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৬১ জন। দেশের বিভিন্ন অঞ্চলে ৫৪ জনের ডেঙ্গুজনিত রোগে মৃত্যু হয়েছে।