Logo
×

Follow Us

বাংলাদেশ

নতুন ৩১৯ ডেঙ্গুরোগী হাসপাতালে, এখন পর্যন্ত মৃত্যু ৫৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৮

নতুন ৩১৯ ডেঙ্গুরোগী হাসপাতালে, এখন পর্যন্ত মৃত্যু ৫৪

নতুন ৩১৯ ডেঙ্গুরোগী হাসপাতালে, এখন পর্যন্ত মৃত্যু ৫৪

সারা দেশে নতুন করে আরো ৩১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই ২৪৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে দেশের অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৭৫ জন।

গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত করা জরিপের ভিত্তিতে এ তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১২৬০ জন রোগী ভর্তি আছেন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৮১ জন। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১০৭৯ জন ভর্তি আছেন।

গত ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সর্বমোট ১৩ হাজার ৮৭৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৬১ জন। দেশের বিভিন্ন অঞ্চলে ৫৪ জনের ডেঙ্গুজনিত রোগে মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫