Logo
×

Follow Us

বাংলাদেশ

অধ্যক্ষের কক্ষে বিষপানে কলেজ ছাত্রীর মৃত্যু

Icon

প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ১৬:১০

অধ্যক্ষের কক্ষে বিষপানে কলেজ ছাত্রীর মৃত্যু

নিহত নুপুর খাতুন। ফাইল ছবি

কুষ্টিয়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অধ্যক্ষের কক্ষে বিষপানে এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

নিহত নুপুর খাতুন (১৭) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ন পুর গ্রামের বাবুল হোসেন বিশ্বাসের কন্যা ও হরিনারায়ন পুর দোয়ারকা দাস মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য কলেজ টেস্ট পরীক্ষায় অংশ নেন নুপুর। কয়েকদিন আগে দেয়া পরীক্ষার ফলে চার বিষয়ে অকৃতকার্য হলেও পরিবারকে জানায়নি নুপুর। পরে মা লাবনী খাতুন নুপুরকে সাথে নিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) কলেজ অধ্যক্ষর কাছে পরীক্ষার ফল জানতে গেলে ওই সময় অধ্যক্ষ্যের কক্ষেই বিষপান করে নুপুর। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইবি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫