Logo
×

Follow Us

বাংলাদেশ

অর্থ আত্মসাৎ: এহসান গ্রুপে যুক্ত বক্তাদের তালিকা হচ্ছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১১

অর্থ আত্মসাৎ: এহসান গ্রুপে যুক্ত বক্তাদের তালিকা হচ্ছে

ফাইল ছবি

ওয়াজে দেশ-বিদেশের বক্তাদের দিয়ে প্রচার চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এহসান গ্রুপের রাগীব আহসান। শরিয়া মেনে সুদহীন বিনিয়োগে উচ্চ মুনাফা দেয়ার নামে আমানত নিয়েছেন ৫৫ হাজার গ্রাহকের কাছ থেকে। সারা দেশে তার বিরুদ্ধে মামলা ১৫টি, অভিযোগ ১৬শোর বেশি। যেসব ইসলামি বক্তা ওয়াজের নামে এহসান গ্রুপের প্রচারণা চালিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে বলে জানিয়েছে র‍্যাব।

জানা গেছে, মসজিদের ইমাম ছিলেন রাগীব আহসান। পরে ঢাকার একটি এমএলএম কোম্পানিতে কাজ নেন ৯০০ টাকা বেতনে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়েই গড়ে তোলেন এহসান গ্রুপ।

সেখানে নিয়োগ দেন কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ইমামদের। তারা মাহফিলে অধিক মুনাফা দেওয়ার কথা বলে শুরু করেন আমানত সংগ্রহ। এভাবে তোলা ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রুপ চেয়ারম্যান রাগীব ও তার ৩ সহযোগীকে আটক করে র‍্যাব।

৫৫ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে বেশ কিছুদিন আত্মগোপনেও ছিলেন রাগীব। শরিয়া মেনে সুদহীন বিনিয়োগে উচ্চ মুনাফা দেয়ার নামে জালিয়াতির অভিনব কৌশল বের করেছিলেন তিনি। সারা দেশে ১৫ মামলা ও ১৬শ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, দেশ-বিদেশের বক্তাদের দিয়ে ওয়াজে এহসান গ্রুপের প্রচারও চালান রাগীব। যেসব বক্তা এর সঙ্গে জড়িত, অভিযোগ পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এদিকে রাগীবকে গ্রেফতারের পর সামনে আসছে নানা অভিযোগ। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ফেসবুকে ভাইরাল হয়েছে ওয়াজে এহসান গ্রুপের প্রচার চালানোর কিছু চিত্র।

লাখে দুই হাজার টাকা করে মাসিক মুনাফা দেয়ার কথা বলে আমানত সংগ্রহ করতো এহসান গ্রুপ। ক্ষতিগ্রস্তদের দাবি, রাগীব নানা প্রতিষ্ঠানের নামে অর্থ নিয়ে নামে-বেনামে কিনেছেন জমি, গড়েছেন সম্পদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫