Logo
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৩

ময়মনসিংহে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

মো. কাওসার আহাম্মেদ মিলন ও জাহিদ মোস্তফা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতারের দাবি করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এন্টি টেররিজম ইউনিট জানায়, গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার মুক্তাগাছা বাজারের কালীবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মুক্তাগাছা থানার বকচর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. কাওসার আহাম্মেদ মিলন (৩০) এবং একই থানার চণ্ডীমণ্ড গ্রামের মোস্তফা মোফাজ্জল হক শরীফুলের ছেলে জাহিদ মোস্তফা (২০)। 

এন্টি টেররিজম ইউনিটের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় তাদের একটি দল। এ সময় আসামিদের কাছ থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি সিম কার্ড, সাতটি উগ্রপন্থী বইয়ের সফট কপি ও হার্ড কপি জব্দ করা হয়। আসামি কাওসার ৯ বছর ধরে ঢাকার বিভিন্ন স্থান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শ প্রচারকারী বই সংগ্রহ করে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন এবং জাহিদ দুই বছর ধরে এই কাজে কাওসারকে সহযোগিতা করে আসছিলেন।

আসামিদের কাছ থেকে আল বালাগ, তিতুমীর মিডিয়া, সাহম আল হিন্দ মিডিয়া, জসীমউদ্দিন রহমানী ও আনোয়ার আল আওলাকীর বই জব্দ করা হয়েছে। এ ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার থেকে তাদের সংগঠনের উগ্রবাদী কার্যক্রম ও বই বিক্রি-সংক্রান্ত ৩৪ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়। আসামিরা আল-রিহাব পাবলিকেশন ও আশ শাবাব প্রকাশনী থেকে প্রকাশিত উগ্রবাদী লেখকের উগ্রপন্থী বই বিক্রির মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ছাড়া জননিরাপত্তা বিপন্ন করার পাশাপাশি খেলাফত প্রতিষ্ঠা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫