Logo
×

Follow Us

বাংলাদেশ

‘রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাংকের প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৫

‘রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাংকের প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে’

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। ফাইল ছবি

রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দেওয়ার বিশ্ব ব্যাংকের প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

রবিবার (১৯ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) টকে মিয়া সেপ্পো এসব কথা বলেন। 

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, রাজনৈতিকও বটে। নিরাপত্তা পরিষদের সদস্যরা একমত হতে না পারায় রাজনৈতিক সমাধান হচ্ছে না। 

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় বাংলাদেশ চাইলে জাতিসংঘ সহযোগিতা করবে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালাচনা ও অপব্যবহার বন্ধ করতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে জাতিসংঘ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫