Logo
×

Follow Us

বাংলাদেশ

মহেশখালীতে নির্বাচনি সহিংসতায় নিহত ১

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৪

মহেশখালীতে নির্বাচনি সহিংসতায় নিহত ১

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের মহেশখালীর কুতুবজুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছুরি হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এতে ওই ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দুই কেন্দ্রের ভোটগ্রহণ আপাতত বন্ধ রয়েছে।

নিহত ব্যক্তি হলেন আবুল কালাম। তিনি স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক বলে জানা গেছে। আহতদের কক্সবাজার সদর হাসাপাতাল নেয়া হয়েছে। 

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে কুতুবজুমের ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে গোলাগুলি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

কি কারণে এ ঘটনা ঘটেছে প্রশাসন জানাতে না পারলেও চেয়ারম্যান প্রার্থীরা একে অপরকে দোষারোপ করছেন। এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়াম্যান প্রার্থী শেখ কামাল বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা কুতুবজুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামিয়ুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাস কেন্দ্র দখল নিতে পরিকল্পিতভাবে গোলাগুলি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে। 

তবে নৌকা প্রতীকের প্রার্থীর করা অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারররফ হোসেন খোকন বলেন, প্রায়ই বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিচ্ছে শেখ কামালের সন্ত্রাসী বাহিনী। এমন খবর পেয়ে ভোটার ও তার সমর্থকরা ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে গেলে নৌকার প্রার্থীর ক্যাডাররা গুলি করে। এতে আমার এক সমর্থক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।  

এ বিষয়ে কুতু্বজুম ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুর রহমান বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেঁছি। দুই কেন্দ্রই পাশাপাশি। আপাতত দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গোলাগুলি ও ছুরিকাঘাতের ঘটনায় আবুল কালাম নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। 

কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজাম্মান বলেন, বিশৃঙ্খলা হওয়ায় কুতুবজুমে দুই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এখন। সহসাই ভোটগ্রহণ শুরু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫