শেকলে বাঁধা অবস্থায় পুড়ে যুবকের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:০৩
ফাইল ছবি
কুমিল্লার বুড়িচংয়ে শেকল বাঁধা অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বাকশীমুল ইউনিয়নের খাড়েরা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত ওই তরুণের নাম আলাউদ্দিন (১৯)। তিনি ওই এলাকার চটপটি বিক্রেতা আবদুল মমিনের ছেলে এবং কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, আলাউদ্দিন গত প্রায় তিনমাস আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এ জন্য তাকে ঘরের ভেতর শেকল দিয়ে বেঁধে রাখা হতো। মঙ্গলবার রাতে ওই ঘরের বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পুরো ঘর পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে প্রাণ হারায় আলাউদ্দিন।
‘পরিবারের সদস্য ও স্থানীয়দের অনুরোধে এবং মানবিক কারণে’ তার লাশ স্বজনদের কাছে দিয়ে আসা হয় বলেও জানান ওসি আলমগীর।
স্থানীয় ইউপি সদস্য ফয়েজ আহমেদ বলেন, খাড়েরা গ্রামের আবদুল মতিন তার অন্যান্য সন্তানদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় চটপটি বিক্রি করতেন। করোনাকালে কলেজ বন্ধ থাকায় তাকে সহায়তা করতেন আলাউদ্দিন। কিন্তু গত প্রায় তিন মাস আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। এরপর থেকে তাকে ঘরের ভেতর শেকলে বেঁধে রাখা হতো। মঙ্গলবার রাতে তাদের ঘরে আগুন লাগে। এ সময় বাড়িতে কেবল তার মা, বড় ভাই এবং ভাইয়ের বউ ছিলেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আলাউদ্দিনকে বাঁচানোর চেষ্টা করে, খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে মারা যান আলাউদ্দিন।
