কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৯

প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে র্যাব।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।