পুলিশ কনস্টেবল নিয়োগ, পাবনায় পুলিশের মতবিনিময় সভা

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৯

মতবিনিময় সভা
দেশব্যাপী নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা পুলিশের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান বিপিএমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সপুার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সপুার সদর সার্কেল মো. রোকনুজ্জামান, জেলা বিমেষ শাখার ডি আই ওয়ান মো. আশরাফুজ্জামান, ডিবি ওসি মো. আব্দুল হান্নান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন- পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল মতিন খান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, একুশে টিভির রাজিউর রহমান রুমী, বাংলাটিভির এস এম আলম, একাত্তর টিভির মুস্তাফিজুর রহমান, এসএ টিভির কলিট তালুকদার, ডিবিসি নিউজ এর প্রার্থ হাসান, এটিএন নিউজ এর রিজভী জয়, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. ফজলুল হক, বার্তা বাজারের জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা প্রমুখ।