৬৫ ধরনের বাদ্যযন্ত্রের কারিগর বাপী!

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৬

ছবি- সংগৃহীত
গোপালগঞ্জের তরুণ কারুশিল্পী সুনির্মল দাস বাপী। সে লেখাপড়ার পাশাপাশি দেশীয় বাদ্যযন্ত্র তৈরি করেন। প্রায় হারিয়ে যাওয়া ৬৫ প্রকারের বাদ্যযন্ত্র তৈরি করে বাপী দক্ষ কারু শিল্পী হয়ে উঠেছেন।
বাপীর তৈরি উল্লেখযোগ্য বাদ্যযন্ত্রগুলো হলো- কাঠ থেকে দোতারা, ঘমক, খঞ্জনি, কাঠ সেকার, সরজ, বেহালা, কাহন, ঢাক-ঢোল, তবলা, সেকার, সানাই, প্রেমজুড়ি, রাবনবীনা, কাড়া, জয়ঢাক, একতারা, পাখওয়াজ, নাল, চাপটিঢোল, ডুগডুগি।
এ ছাড়াও রয়েছে বাঁশ থেকে তৈরি চটা, বাঁশি, মোহনবাশি, গুপিযন্ত্র, ফুরাংফাং বাঁশতরঙ্গ ইত্যাদি। নারিকেলের মালা থেকে একতারা, মোনসেকার, মেরাকাচ, বীনবাঁশি বাদ্যযন্ত্র তৈরি করেছেন তিনি।
ফেলানো জিনিস থেকেও বাদ্যযন্ত্র যেমন- দুধের কোউটা, মেলামাইনের পেলেট থেকে বাদ্যযন্ত্র, ম্যাচকাঠি বাজানো বাদ্যযন্ত্র, শামুক, তালের আটি, মেটো চাড়া, গাড়ির হর্ন প্রভৃতি ফেলানো জিনিস থেকেও অনেক বাদ্যযন্ত্র তৈরি করেছেন বাপী।
এর প্রত্যেকটা যন্ত্র তিনি বাঁজাতেও পারেন।
জেলা কালচারাল অফিসার ইবনে বিন সালেহ বলেন, কারুশিল্পী বাপী দাসের লোকজ সংস্কৃতি রক্ষা ও বাদ্যযন্ত্র তৈরির কাজে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন। তাহলে তিনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন।