Logo
×

Follow Us

বাংলাদেশ

ধামাকার সিইওসহ দুইজন রিমান্ডে

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৩

ধামাকার সিইওসহ দুইজন রিমান্ডে

ধামাকার সিইও সিরাজুল ইসলাম রানা

টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায়, প্রতারণা মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার সিইও সিরাজুল ইসলাম রানা (৩৮)  ও সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান সবুজের (৩৫) দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুর আদালত। 

এছাড়া ধামাকার ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে (৩৫) কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী হামিক ইকবাল হোসেন এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন জিএমপির আদালত পরিদর্শক কলিন্দ্রনাথ গোলদার।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর গাজীপুরের গার্মেন্টস ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলা প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব। 

বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের টঙ্গী থানায় হস্তান্তর করে র‍্যাব। 

বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। দুইজনকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে এবং একজন কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫