কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ১৭:৪২

কোম্পানীগঞ্জ থানা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বেগুন বেপারী বাড়ির আহছান উল্যার ছেলে বসুরহাট পৌরসভা ৮নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছায়েদ হাসান সোহেল ওরফে সেনেগাল সোহেল (৩৪), মৃত আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন ওরফে চিক্কা আনোয়ার (৩৩), হইত বাড়ির আব্দুল মতিনের ছেলে আলা উদ্দিন রিয়াদ (২৭), চরকালী গ্রামের আবুল খায়েরের ছেলে মাইন উদ্দিন রাজু, বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাঞ্চন কুমারের ছেলে বিজয় কুমার দাস।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বসুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।