Logo
×

Follow Us

বাংলাদেশ

দু’দিনে আসবে ফাইজারের আরো ২৫ লাখ টিকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১৩:৫৬

দু’দিনে আসবে ফাইজারের আরো ২৫ লাখ টিকা

ফাইল ছবি

দেশে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা প্রতিরোধী টিকার আরো ২৫ লাখ ডোজ আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার (৪ অক্টোবর) ও আগামীকাল মঙ্গলবার দু’দিনে মোট তিন চালানে দেশে এই টিকা এসে পৌঁছাবে।

মাইদুল ইসলাম বলেন, হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় প্রথম চালানে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ এবং আগামীকাল ৫ অক্টোবর বেলা ১২টায় দ্বিতীয় চালানে এ ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টা ২০ মিনিটে ৩য় চালানে আরো ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে। 

সব মিলিয়ে আজ ও আগামীকাল তিন চালানে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরো ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫