Logo
×

Follow Us

বাংলাদেশ

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেলেন এস এম মুনীর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ২২:০২

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পেলেন এস এম মুনীর

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন আগামী ৬ অক্টোবর বিদেশ সফরে যাবেন। ফিরবেন ২২ অক্টোবর। এসময় অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

মঙ্গলবার (৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি গোলাম মাহবুবের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯৮১ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এস এম মুনীর। ১৯৯৫ সালে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালের ২০ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালত এস এম মুনীরকে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫