Logo
×

Follow Us

বাংলাদেশ

পতেঙ্গায় লাইটার জাহাজডুবি

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১৮:২২

পতেঙ্গায় লাইটার জাহাজডুবি

ডুবে যাচ্ছে এমভি টিটু-৭

বঙ্গোপসাগরে পতেঙ্গা সৈকতের অদূরে ‘এমভি টিটু-৭’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বন্দরের বহির্নোঙরে থাকা বড় একটি জাহাজ থেকে ইস্পাতশিল্পের কাঁচামাল নিয়ে লাইটার জাহাজটি বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিল। হঠাৎ জাহাজটি ডুবে যায়। 

পরে জাহাজে থাকা ১৩ নাবিক-শ্রমিক আরেকটি বোটের সহায়তায় তীরে উঠে আসেন।

চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. আব্দুর রউফ সংবাদমাধ্যমকে বলেন, একটি লাইটার জাহাজডুবির সংবাদ আমরা পেয়েছি। তবে জাহাজে থাকা কেউ আমাদের সহায়তা চাননি। তারা নিজেরাই অন্য বোটের সহায়তায় তীরে এসেছেন। যেহেতু আমরা উদ্ধারকাজে যাইনি, সেহেতু এর বেশি বিস্তারিত আমরা জানি না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫