Logo
×

Follow Us

বাংলাদেশ

২৩ দিন পর ভেসে উঠল রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ২০:৫০

২৩ দিন পর ভেসে উঠল রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ। ছবি: সাম্প্রতিক দেশকাল

কাপ্তাই হ্রদের পানি কমায় আবারো ভেসে উঠল ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুটি। ভারি বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির ঢলে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় সেতুটি ডুবে যাওয়ার ২৩ দিন পর ভেসে উঠেছে। তবে ডুবন্ত ঝুলন্ত সেতু ভেসে উঠলেও এখনো পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করেনি কর্তৃপক্ষ। কিন্তু পর্যটন করপোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করেই সেতুতে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এদিকে সেতুর পাটাতনসহ অন্যান্য মেরামত কাজশেষে উন্মুক্ত করার কথা জানিয়েছে পর্যটন করপোরেশন।

সোমবার (১১ অক্টোবর) সকালে সরেজমিন ঝুলন্ত সেতু এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকা সেতুটি ২৩ দিন পর হ্রদের পানি কমায় ভেসে উঠেছে। পানি নেমে যাওয়ায় সেতুতে ছুঁটে আসছেন পর্যটকরা। এদিকে, সেতুকে ঘিরে আবারো প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে পর্যটন এলাকার ভাসমান ব্যবসায়ীদের মাঝে। সেতুর দুইপাশেই ইঞ্জিনচালিত নৌকায় করে বিভিন্ন ফল বিক্রয় করছেন মৌসুমি ফল বিক্রেতারা।

ঝিনাইদহ থেকে বেড়াতে আসা মো. ফয়সাল ইকবাল জানান, আমরা রাঙ্গামাটি আসার সময় পথেই শুনেছি, ঝুলন্ত সেতুটি পানিতে নিমজ্জিত। কিন্তু এসে শুনছি, আজকেই (সোমবার) নাকি সেতুর পানি নেমে গেছে। তাই এখন নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।

ঢাকা থেকে আসা খোরশেদ আলম জানান, এসেছিলাম মূলত ঝুলন্ত সেতু দেখতে। সেতু থেকে পানি সরে যাওয়ায় সেতুর ওপর কিছুক্ষণ হাঁটিহাঁটি করলাম। বেশ ভালোই লেগেছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ ১০৫ এমএলএস। তবে হ্রদে ১০৬ এমএলএস পানি থাকলেই ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যায়।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, ঝুলন্ত সেতু থেকে পানি নেমে গেছে। সংস্কার কাজ শেষে দুয়েকদিন পরেই সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর ভারি বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যায় ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুটি। সে সময় নিরাপত্তা ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের জন্য সেতুর ওপর দিয়ে পর্যটক ও  স্থানীয়দের চলাচলে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫