বেহাল রাস্তায় চরম দুর্ভোগে টাঙ্গাইল পৌরবাসী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১৫:৫৫

রাস্তা সংস্কারের কাজ পড়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে টাঙ্গাইল পৌরবাসীর
সামান্য বৃষ্টির পানি ও দীর্ঘদিন যাবত রাস্তা সংস্কারের কাজ পড়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে টাঙ্গাইল পৌরবাসীর। বৃষ্টির পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
এদিকে রাস্তা সংস্কারের কাজ গতিহীন ও সরঞ্জামাদি দীর্ঘদিন পড়ে থাকায় পুরো পৌরসভা জুড়ে দুর্ভোগের শেষ নেই। এসব কাজ দ্রুত সংস্কারের দাবি জানালেও কোন উদ্যোগ নিচ্ছে না পৌরকর্তৃপক্ষ।
১৮৮৭ সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইল পৌরসভাটি ১৯৮৯ সালে খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নীত হয়েছে। ১৩৪ বছরের পুরাতন এই পৌরসভার পরিধি ও পৌরভবনের পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত পরিমাণে পৌরবাসীর সেবার মান বাড়েনি। বিশেষ করে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
হাজেরা ঘাটের মো. সোনা মিয়া বলেন, আমাদের এই রাস্তা বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়। পানির উপর দিয়ে গাড়ি চলাচল করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়। তারপর থেকেই নিয়মিত দুর্ঘটনা ঘটে চলেছে।
নিউ মার্কেটের জোয়াহের আলী বলেন, মেইন রোড থেকে পার্ক বাজার পর্যন্ত রোডে বড় বড় গর্ত থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। বৃষ্টি হলে আমাদের দোকানে গ্রাহক আসে না।
পলাশতলী রোডের সবুজ আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এলাকায় ড্রেনের কাজ চলছে। ড্রেনের কাজ প্রায় শেষ হলেও রাস্তা থেকে অবশিষ্ট মাটি সরানো হয়নি। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। মানুষও ঠিকমত হেটে চলাচল করতে পারছে না।
প্যারাডাইস পাড়া মিলন সাহা বলেন, প্রায় দেড় বছর হলো এই রাস্তায় ড্রেনের কাজ করা হচ্ছে। দীর্ঘদিন পার হলেও ড্রেনের কাজ সেভাবেই পড়ে আছে। এই অবস্থায় আমাদের পুরো এলাকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আশেপাশের জমে থাকা পানি পচে প্রচুর মশা বেড়েছে ও দুর্গন্ধ সৃষ্টি হয়েছে।
পৌর মেয়র সিরাজুল হক আলমগীর জানিয়েছেন, বর্ষা ও বৃষ্টির কারণে বিভিন্ন ওয়ার্ডের চলমান রাস্তা সংস্কার বন্ধ রয়েছে। খুব দ্রুত কাজ শুরু করা হবে।