
প্রতীকী ছবি
রাজধানীর খিলক্ষেত এলাকার নিকুঞ্জের একটি বাসা থেকে জয়দেব চন্দ্র দাস (২৫) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গতকাল শনিবার (১৬ অক্টোবর) রাতে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি সাব্বির আহমেদ আজ রবিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় খাটের উপর তার মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃতদেহে পচন ধরেছিল জানিয়ে ওসি বলেন, ভবনের নিরাপত্তাকর্মী জানিয়েছে, দেবাশীষকে তিনদিন বাসা থেকে বের হতে দেখেনি তিনি।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, শনিবার রাতে স্থানীয় লোকজন ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ পায়। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে ভেতর থেকে চিকিৎসক জয়দেবের মরদেহ উদ্ধার করে।
জয়দেব সিলেটের একটি হাসপাতালে কর্মরত ছিলেন। গত তিনদিন হলো তিনি নিকুঞ্জের বাসায় ছিলেন। তবে তিনি কীভাবে মারা গেছেন সে বিষয়ে কেউই নিশ্চিত কিছু বলতে পারেনি। তিনি বাসাটিতে মেসের মতো করে ভাড়া থাকতেন।