Logo
×

Follow Us

বাংলাদেশ

সরকারের অগ্রাধিকার তালিকায় নেই জনস্বার্থ: সুলতানা কামাল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:২৫

সরকারের অগ্রাধিকার তালিকায় নেই জনস্বার্থ: সুলতানা কামাল

সুলতানা কামাল। ছবি: সংগৃহীত

সরকারের অগ্রাধিকার তালিকায় জনস্বার্থ নেই বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘দলিত ও সমতলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি ২০১৯’র প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

সুলতানা কামাল বলেন, সমতা, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা এগুলো এখন আর সরকারের কাছে বিবেচিত হয় না।

অনুষ্ঠানে মানবাধিকার প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর দলিত ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। সবচেয়ে বেশি পরিমাণ হয়েছে জমি দখল। আবার জমির কারণে তারা সহিংসতারও শিকার হয়েছেন।

সুলতানা কামাল বলেন, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য পৃথক ভূমি কমিশনের দাবি দীর্ঘদিন ধরে করা হচ্ছে। আবার বৈষম্যের হাত থেকে দলিতদের সুরক্ষা দিতে বৈষম্য বিলোপ আইনটি ছয় বছর ধরে ঝুলে আছে। কিন্তু কোনোটিতে সরকারের দৃষ্টি নেই।

তিনি বলেন, কোনো কোনো সময় পাঁচ মিনিটেই আইন পাস হয়। সেসব আইনে মুহূর্তের মধ্যে মানুষের অধিকার হরণ হয়। কিন্তু প্রান্তিক মানুষের প্রয়োজনীয় আইন ঝুলে থাকে। এসব প্রমাণ করে, অধিকারহীন মানুষের স্বার্থের বিষয়টি এখন আর সরকারের প্রাধান্যের তালিকায় নেই।

অনুষ্ঠান আয়োজন করে ন্যাশনাল অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। সহযোগিতায় ছিল সেন্টার ফল সোশ্যাল অ্যাক্টিভিজম ও হেকস ইপার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫