পথশিশুর শরীরে আগুন: জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৩

রাজধানীর ফকিরাপুল এলাকায় এক পথশিশুর গায়ে আগুন দেয়ার ঘটনায় মামলা করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এছাড়া পথ শিশুদের জন্য কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে ৪০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে জানাতে বলেছেন আদালত।
আদালতে আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জমান।
এর আগে এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজধানীর ফকিরাপুল এলাকায় ১০ বছর বয়সি পথশিশু সেলিমের গায়ে আগুন দেয়া হয়েছে। মাথা বাদে শিশুটির শরীরের নিচের অংশ আগুনে পুড়ে গেছে। শিশুটি শুধু নিজের নাম পুলিশকে বলতে পেরেছে। বাবা-মা কিংবা বাড়ির কোনো ঠিকানা, কিছুই জানাতে পারেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, আগুনে পোড়া শিশুটির দেহের শতকরা ২৭ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।