Logo
×

Follow Us

বাংলাদেশ

নোয়াখালীতে ভাড়াটিয়া সেজে শিশু চুরি

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১২:৫০

নোয়াখালীতে ভাড়াটিয়া সেজে শিশু চুরি

বিবি মরিয়মকে নিয়ে পালিয়ে গেছেন এক নারী। ছবি : নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থেকে বিবি মরিয়ম (২) নামে এক শিশু চুরির অভিযোগ উঠেছে বাসার এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। মরিয়ম লক্ষীপুর জেলার বাসিন্দা রাকিবুল ইসলামের মেয়ে।

গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল সংলগ্ন খুরশিদের বাড়ি থেকে শিশু চুরির এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শিশুটির বাবা চাটখিল থানায় একইদিন রাত ১০টার দিকে লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, শিশুটির বাবা রফিকুল চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খুরশিদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ থাকেন এবং তিনি একজন রিকশাচালক। গত সাতদিন আগে এক নারী তার পাশের একটি বাসা ভাড়া নেন। মঙ্গলবার সকালে রফিকুলের স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে অজ্ঞাত পরিচয় ওই নারী মরিয়মকে চুরি করে পালিয়ে যায়।

রাকিবুল বলেন, আমি রিকশা চালিয়ে সংসার চালাই। আমার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে। আমি সকালে রিকশা নিয়ে বের হয়েছি। আমার স্ত্রী কাজে যাওয়ার সময় ওই নারী আমার শিশুকে আদর করবে বলে রেখে দেয়। আমার স্ত্রী কাজ শেষ করে এসে দেখে ওই ভাড়াটিয়া পালিয়ে গেছে। আমি গরিব-অসহায় মানুষ। মেয়ের জন্য আমার স্ত্রী বারবার জ্ঞান হারিয়ে ফেলছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভুক্তভোগী শিশুর বাবা চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যে অভিযোগটি করা হয়েছে, আমরা সেটি নিয়ে অনুসন্ধান করছি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫