Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ নিহত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ২২:৪৯

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ ওই গ্রামের উত্তরপাড়া এলাকার শেখ হুমায়ূনের ছেলে। এ ঘটনায় ফায়েজ (১৬), আরমান (২০), রাকিব (১৪) ও মাসুম (১৭) নামে আরও চারজন আহত হয়েছেন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশের সঙ্গে তার সুলতানপুর গ্রামের মধ্যপাড়া এলাকার শেখ কামরুলের ছেলে রিফাতের বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা ছিল। এ শত্রুতার জেরে বুধবার দুপুরে রিফাত ও আকাশের মধ্যে তর্কবিতর্ক হয়। পরবর্তীতে সন্ধ্যায় রিফাত মধ্যপাড়া এলাকায় তার বাড়ির পাশে আকাশকে পেয়ে ছুরিকাঘাত করে। এ সময় আকাশের সঙ্গে থাকা চার তারুণও রিফাত ও তার সহযোগীদের হামলায় আহত হন। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, আকাশের মাথা ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কী বিষয় নিয়ে রিফাত ও আকাশের মধ্যে শত্রুতা ছিল, সেটি নিশ্চিত হওয়া যায়নি। রিফাতকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫