Logo
×

Follow Us

বাংলাদেশ

রৌমারীতে আমনের বাম্পার ফলনের আশা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১৩:৫৫

রৌমারীতে আমনের বাম্পার ফলনের আশা

কুড়িগ্রামের রৌমারীতে আমন ধানের বাম্পার ফলন

কুড়িগ্রামের রৌমারীতে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এ বছর রৌমারীতে বন্যা না হওয়ায় রোপা আমন ধানের তেমন ক্ষতি সাধন হয়নি। এবার উঁচুনিচু সব জমিতে ব্যাপক রোপা আমন চাষ হয়েছে। 

রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে যাদুরচর ইউনিয়ন কৃষিকর্মকর্তা আঙ্গুর মিয়া জানান, এবছর রৌমারীতে প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। এরমধ্যে রয়েছে বি আর-১১, হাইব্রিট ১২০৩, টিয়া, এজেট, ব্রী-৭৪, ব্রী-৩৯, ধানি গোল্ড, রীনা-৭, বীনা-১৭সহ স্থানীয় জাতের ধান চাষ করা হয়।  

অন্যান্য বছর দফায় দফায় বন্যার ফলে রোপা আমন চাষ ব্যাহত হলেও এ বছর বন্যা না হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধান চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। 

আমন ধান চাষের বিষয়ে মির্জাপাড়া গ্রামের কৃষক নুরুল হক, কড়াই কান্দির কদম আলী, ইজলামারীর আজাহার, ইচাকুড়ির আবুল হাশেম বলেন, নিয়মিত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বাম্পার রোপা আমন ধান হয়েছে। কোনো প্রকার প্রাকৃতিক দূযোর্গ না হলে এ বছর রৌমারী উপজেলায় সর্বোচ্চ রোপা বাম্পার ফলনের আশা করছেন খেটে খাওয়া কৃষকরা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫