Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ জন আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৫

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ জন আটক

রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে আটক করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫