Logo
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাটে কথিত জ্বীনের বাদশা আটক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ২১:১৩

বাগেরহাটে কথিত জ্বীনের বাদশা আটক

জ্বীনের বাদশা পরিচয়দানকারী হানিফ ঢালী

বাগেরহাটে জ্বীনের বাদশা পরিচয়দানকারী হানিফ ঢালী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

শনিবার (২৩ অক্টোবর) গভীর রাতে বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে হানিফকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। এসময় হানিফের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আটক হানিপ ঢালী রামপাল উপজেলার সোবহান ঢালীর ছেলে।

রবিবার (২৪ অক্টোবর) বিকেলে র‌্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ এসব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, প্রতারক হানিফ ঢালী বিভিন্ন সময় একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে প্রতারণার করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫