Logo
×

Follow Us

বাংলাদেশ

মুহিবুল্লাহ হত্যা মামলা: তিন আসামি ২ দিনের রিমান্ডে

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১৫:৪১

মুহিবুল্লাহ হত্যা মামলা: তিন আসামি ২ দিনের রিমান্ডে

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা। ছবি : ইউএনবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মো. মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার তিনজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- কুতুপালং ক্যাম্প-১ এর ডি ৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ।

মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার পরিদর্শক গাজী সালাউদ্দিন বলেন, পাঁচদিনের আবেদনের প্রেক্ষিতে আদালত দুইদিনের মঞ্জুর করেছেন। আদেশের নথি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের রিমান্ডে নিয়ে যাওয়া হতে পারে।

এর আগে, গতকাল সোমবার (২৫ অক্টোবর) বিকেলে তিন আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। 

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে মুহিবুল্লাহকে বন্দুকধারীরা গুলি করে হত‌্যা করে। এখন পর্যন্ত এ হত্যা মামলায় নয়জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫